Site icon Jamuna Television

বইমেলায় বোমা হামলার হুমকি

অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে আনসার আল ইসলাম নামের একটি জঙ্গি সংগঠন। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ওসি নূর মোহাম্মাদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে মাওলানা সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে।

এ ঘটনায় বাংলা একাডেমির নিরাপত্তা প্রধান জাহাঙ্গীর আলম বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর একটি চিঠি যায়। চিঠিতে অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ বিষয়ে আতঙ্কিত।

এটিএম/

Exit mobile version