Site icon Jamuna Television

ঢাকার যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের সংরক্ষণ কাজের জন্য আগামীকাল ঢাকার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেসব এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর ফলে ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি এলাকায় সাময়িক লোড শেডিং হতে পারে।

এটিএম/

Exit mobile version