
ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।
দ্বিতীয় বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ হামলার ঐতিহাসিক মুহূর্তটিকে ঘণ্টা বাজিয়ে স্মরণ করেছে কিয়েভ। খবর রয়টার্সের।
দিনটি ঘিরে জেলেনস্কি প্রশাসনের নানা উদ্যোগ রয়েছে। যার অন্যতম অংশ হিসেবে, কিয়েভের স্বাধীনতা চত্ত্বরকে রাঙ্গিয়ে তোলা হয়েছে ইউক্রেনের জাতীয় পতাকার রঙে। সেখানেই, নিহত সেনাদের স্মরণে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রার্থনা করেন বহু মানুষ।
এছাড়া, যুদ্ধে ধ্বংস করা রুশ সাঁজোয়া যানগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে কিয়েভের রাজপথে। রাত ১২টায়, সেইন্ট মাইকেল চার্চে বাজানো হয় ঘণ্টা; একইসাথে চলে ইউক্রেনের জাতীয় সংগীত।
/এসএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply