Site icon Jamuna Television

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাদিক আবদুল্লাহ

বরিশালে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ। আজ সোমাবার সকাল ৮টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

এসময় সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে জানিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছে। তাদের অভিযোগ সত্য নয়। সাদিক আবদুল্লাহ সবাইকে নির্বাচনের ফল মেনে নেয়ার আহ্বান জানান।

অর্ধশতাধিক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ অসত্য বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।

Exit mobile version