Site icon Jamuna Television

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস, বিরত ছিল বাংলাদেশ

আরব নিউজ থ্রেকে নেয়া ছবি।

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করলো জাতিসংঘ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংস্থাটির সাধারণ পরিষদে হয় এ ভোটাভুটি।

এদিন, নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১ সদস্য রাষ্ট্র। বিপক্ষে ছিলো বেলারুশ, সিরিয়াসহ ৭ দেশ; সবাই পুতিন প্রশাসনের মিত্র হিসেবেই বিবেচিত।

অবশ্য, বাংলাদেশসহ ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিলো। এ তালিকায় রয়েছে চীন-ভারতও।

প্রস্তাবে শীঘ্রই ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধের ইতি টানার তাগিদ দেয়া হয় রাশিয়াকে। একইসাথে, ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি জানানো হয় সম্মান।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ এ অধিবেশন শুরুর আগে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে।

/এসএইচ

Exit mobile version