পশ্চিমা নিন্দা প্রস্তাব আর ইউক্রেনের ক্ষোভকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহা আড়ম্বরে নিজেদের জাতীয় দিবস ‘ফাদারল্যান্ড ডে’ উদযাপন করছে রাশিয়া।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিভিন্ন যুদ্ধে নিহত সেনাদের প্রতি সম্মান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দেয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। জ্বালান রেড স্কয়ারের মশাল। এ সময়, তার সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
প্রসঙ্গত, ইউক্রেনে অভিযান চালানোর ঠিক একদিন আগেই রাশিয়ায় উদযাপিত হয় জাতীয় দিবসটি। রাতভর মস্কোর আকাশে ছিল ফানুশ আর আতশবাজির চোখ ধাঁধানো আলো।
/এসএইচ

