Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আলাদা দু’টি ফ্লাইটে অবতরণ করেন ২২ ইংলিশ ক্রিকেটার। দুপুরে আরও একজনের পৌঁছানোর কথা রয়েছে।

প্রথম ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় অবতরণের কথা থাকলেও দেরি করে। পরবর্তীতে কাছাকাছি সময়ে ঢাকায় পৌঁছায় ফ্লাইট দু’টি। পরে বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তা বলয়ে ইংল্যান্ড দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে।

১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ ঢাকায় ও তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

ইউএইচ/

Exit mobile version