Site icon Jamuna Television

সহপাঠী হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম বাস চাপায় নিহতের ঘটনায় আজ আবারও সড়ক অবরোধ করেছে তাদের সহপাঠীরা। সকাল সাড়ে ১০টার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এলাকায় কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ করেন। অবরোধের কারণে মহাখালীমুখী ও বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে পুলিশ বিশৃঙ্খলার আশঙ্কায় সেটি করতে দেয়নি। এরপর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Exit mobile version