Site icon Jamuna Television

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়ার ওপর নতুনভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত

রয়টার্স থেকে নেয়া ছবি।

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে রাশিয়ার ওপর নতুনভাবে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নতুন নিষেধাজ্ঞা আরোপের তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে ভার্চুয়াল বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে, অংশ নেবেন জি-সেভেন নেতারাও। ওই বৈঠকেই আসবে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা।

জানা গেছে, রুশ ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা খাতের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এছাড়া ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে সামরিক ও আর্থিক সহায়তার ব্যাপারেও আলোচনা করবেন নেতারা।

এ প্রসঙ্গে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে, রাশিয়াকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রচেষ্টা অব্যাহত আছে। শুক্রবারের বৈঠকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন জি-সেভেন নেতারা। পুতিন প্রশাসনকে রাজস্ব যোগাচ্ছে এমন খাতগুলোই আসবে কড়াকড়ির আওতায়। এছাড়া, ইউক্রেনকে নতুন সহযোগিতা দেয়া হতে পারে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version