Site icon Jamuna Television

আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়লেন ৪০ লাখ মানুষ

ভারতের অাসামের নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া তালিকা (এনআরসি) প্রকাশ করেছে রাজ্য সরকার। আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) এক সংবাদ সম্মেলনে রেজিস্টার জেনারেল শৈলেশ এ তালিকা প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি জানিয়েছেন, ৩ কোটি ২৯ লক্ষ আবেদনের মধ্যে থেকে চূড়ান্ত খসড়া তালিকায় ২,৮৯,৮৩,৬৭৭ জনকে বৈধ নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৪০ লাখ মানুষ তালিকায় স্থান পাননি। ভারত সরকার ও সেখানকার ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি এই বাদ পড়া মানুষদেরকে ‘বাংলাদেশি’ বলে মনে করে।

তবে শৈলাশ আশ্বস্ত করেছেন, যাদের নাম এই তালিকায় নেই তাদেরকে এখনই বাংলাদেশে ফেরত পাঠানো বা গ্রেফতার করা হবে না।

যে প্রক্রিয়ায় এনআরসি প্রণয়ন করা হয়েছে তাতে মানবাধিকার সংস্থাগুলো এবং ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। তারা মনে করেন, ‘বাংলাদেশি অভিবাসী’ বলে মূলত আসামের মুসলমানদের বিরাট অংশকে রাজ্য থেকে তাড়াতে চায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তাদের দাবি অনুযায়ী এই তালিকা তৈরি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Exit mobile version