Site icon Jamuna Television

আজ ‘ধনে পাতা ঘৃণা’ করার দিন

ছবি: সংগৃহীত

বছরের প্রতিটা দিনই কোনো না কোনো দিবস থাকে। সেই ধারবাহিকতায় আজ (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ধনে পাতা ঘৃণা করা দিবস

দিবসটির উদযাপন শুরু হয় কয়েক বছর আগে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপ থেকে এই ধারণার উৎপত্তি। ধনে পাতা ঘৃণা করে এমন কিছু সদস্য নিয়ে গ্রুপটিতে নানা কার্যক্রম চলতো। গ্রুপটিতে তারা ধনে পাতা ঘৃণা করা নিয়ে নানা ধরণের পোস্ট ও বার্তা দিতো। গ্রুপটাতে কয়েক লক্ষ মেম্বার।

দিবসটি ধনে পাতা ঘৃণা করার হলেও এই ধনে পাতার আছে নানা স্বাস্থ্যগুন। চলুন জেনে নেয়া যাক ধনে পাতার স্বাস্থ্যগুন সম্পর্কে

/এনএএস

Exit mobile version