Site icon Jamuna Television

রাজশাহীতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে: লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

আজ সোমবার সোয়া আটটার দিকে নগরীর স্যাটোলইট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এর আগে তার বাবা শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version