Site icon Jamuna Television

ইউক্রেনের রঙে সাজলো আইফেল টাওয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়া আক্রমণের পর থেকেই ইউক্রেনকে সমর্থন দিচ্ছে ফ্রান্স। এই যুদ্ধের বছরপূর্তির প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার। খবর ফ্রান্স ২৪।

সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে যায় এই টাওয়ারটি। উপরের অংশে নীল আর নিচে হলুদ আলোয় উদ্ভাসিত হওয়ার পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে।

এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, ফ্রান্স প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে কিয়েভকে দেয়া হবে।

/এনএএস

Exit mobile version