Site icon Jamuna Television

সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: সংগৃহীত

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নসহ সব সম্প্রদায়ের সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত এক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের হিজড়া সম্প্রদায়ের মানুষরাও আমাদের সন্তান। তাদেরকে পিছিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ময়মনসিংহে হিজড়া সম্প্রদায়সহ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতির পরিবেশনা তুলে ধরেন।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়‌নে রাজধানীর বাইরে কাজ কর‌ছি: শিক্ষা উপমন্ত্রী

/এম ই

Exit mobile version