Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচনের আলামত নেই: রিজভী

ফাইল ছবি

তিন সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের আলামত নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, নির্বাচন শুরুর পর অধিকাংশ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এদিকে বিএনপির মেয়র প্রার্থীরা সকাল থেকেই একই অভিযোগ করে আসছেন। বরিশালে ইতোমধ্যে ভোট বর্জন করেছেন মজিবর রহমান সারোয়ারসহ চার মেয়র প্রার্থী। ভোট বাতিলের দাবি জানিয়েছেন সিলেটের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

তবে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা অভিযোগগুলো অস্বীকার করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হবে ভোট গ্রহণ।

Exit mobile version