Site icon Jamuna Television

বিশ্বকাপে কোয়ার্টার-সেমি পর্যন্ত যেতে পারে বাংলাদেশ: সৌরভ

ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখন পরাশক্তির দেশগুলোর একটি। যে কোনো দেশ সমীহ করে বাংলাদেশকে। ঘরের মাটিতে যে কোনো দেশকে উড়িয়ে দেয়ার সামর্থ্য আছে টাইগারদের। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বাংলাদেশের; এমনটাই জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছেন, ঠিক পথেই আছে বাংলাদেশের ক্রিকেট। সে জন্য উন্নতি করতে হবে টাইগার স্পিনার ও পেসারদের।

দুই দিনের সফরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ‘প্রিন্স অফ কলকাতা’। মূলত ডিএনসিসি মেয়র’স কাপ উদ্বোধনে বাংলাদেশে এসেছেন ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সৌরভ। এই সময় তার সাথে ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলি আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ছবি: সংগৃহীত

বিসিবির সভাপতির সাথে আলাপ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সৌরভ। ভারতীয় সাবেক এই অধিনায়ক বলেন, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আমার প্রত্যাশা অনেক। কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত আশা করি; একটু যদি ভাগ্য থাকে আর ভালো ফর্ম থাকে। বিশেষ করে স্পিনার ও ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্তও যেতে পারে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।

/আরআইএম

Exit mobile version