Site icon Jamuna Television

নিয়ন্ত্রণে আসেনি কিউবার দাবানল

দাবানলে বিপর্যস্ত কিউবার পূর্বাঞ্চল। গেলো শনিবার (১৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর রয়টার্সের।

এ পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ভস্মীভূত অনেক ঘরবাড়ি-স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদে। বাতাসের কারণে কঠিন হয়ে পড়ছে আগুন নিয়ন্ত্রণ। দাবানল থামাতে যৌথভাবে কাজ করছে দেশটির ফায়ারসার্ভিস ও সেনাসদস্যরা। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।

দাবানলে দেশটির পার্বত্য এলাকায় আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে অনেক কফির বাগান। আবহাওয়া অফিসের পূর্বাভাস, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চলতি বছর জানুয়ারিতেই এমন ৮০টি দাবানলের খবর পাওয়া গেছে। বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ স্থানে।

এটিএম/

Exit mobile version