Site icon Jamuna Television

টাঙ্গাইলে যুবককে কুপিয়ে হত্যা; আসামির বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে রায়হান (২০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় মাদক ব্যবসায়ী মর্জিনার ছেলেসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাদতলা এলাকা থেকে রায়হানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রায়হান নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী মর্জিনার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রায়হানের লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক সেবন নিয়ে কথাকাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।

এটিএম/

Exit mobile version