Site icon Jamuna Television

বলিউডে আসছেন নেইমারের প্রাক্তন প্রেমিকা নাতালিয়া!

ভারত সফর করছেন ব্রাজিলিয়ান ফুটবল স্টার নেইমারের প্রাক্তন প্রেমিকা নাতালিয়া বারুলিক। সফরের মূল কারণ তিনি বলিউডে কাজ করতে চান। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমন তথ্যই জানিয়েছেন তিনি।

নাতালিয়া জানিয়েছেন, বর্তমানে তিনি হিন্দিতে কথা বলা শিখছেন। পাশাপাশি, ভারতীয় কথ্যক নাচসহ অভিনয়েরও তালিম নিচ্ছেন তিনি। তিনি বলেন, ভারত আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এখানকার সংস্কৃতি ও বলিউডের কাজ বেশ ভালো। ঈশ্বর চাইলে হয়তো কোনো কাজ পেয়ে যাব।

নাতালিয়া আরও বলেন, আমার মনে হয় বলিউডে ল্যাটিন অভিনেত্রীর প্রয়োজন। আমি কথ্যক শিখছি। এটি খুব সহজ কাজ নয়। বিশেষ করে পায়ের অঙ্গভঙ্গিগুলো বেশ জটিল।

বলিউডের প্রিয় অভিনেতা কে? এমন প্রশ্নের জবাবে নাতালিয়ার উত্তর, ক্যাটরিনা কাইফ ও সালমান খান। জানান, ক্যাটরিনা তার আইডল। ছবি রিলিজ পেলে অবশ্যই নেইমারকে প্রেমিয়ারে ডাকবেন বলেও জানান নাতালিয়া।

নেইমার প্রসঙ্গে নাতালিয়া বলেন, আমি আসলে চাইনা মানুষ আমাকে নেইমারের প্রাক্তন প্রেমিকা হিসেবে চিনুক। জনপ্রিয় মানুষদের কারণে অনেক সময় আমাদের প্রতিভা ঢাকা পড়ে যায়। তবে এবার আশা করছি আমি অবশ্যই ভালো কিছু করব।

এটিএম/

Exit mobile version