Site icon Jamuna Television

সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হবো: ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাতে ইরানের শীর্ষ নেতার মৃত্যুর বদলা নিতে ট্রাম্পকে হত্যার ছক কষা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক সংস্থা রেভল্যুশনারি গার্ডস এরোস্পেস ফোর্স’র প্রধান আমির আলি হাজিজাদে। খবর আল আরাবিয়া’র।

হাজিজাদে বলেন, সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হবো। একইসাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাবেক প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এবং সে সাথে যারা সোলেমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল।

এর আগেও সোলেমানির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা জানান ইরানের শীর্ষ নেতারা।

/এনএএস

Exit mobile version