Site icon Jamuna Television

ফল যাই হোক প্রত্যাখ্যানের ঘোষণা আরিফুলের

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ফল যাই হোক তা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার বিকালে এক স‌ংবাদ সম্মেলেন এ ঘোষণা দেন তিনি।

এসময় আরিফুল হক বলেন, পুন্যভূমি সিলেটে এতো বাজে নির্বাচন এর আগে হয়নি। এই নির্বাচনী সংস্কৃতি বন্ধ করতে হবে। কারচুপির নির্বাচন বন্ধ করতে জীবন দিতে হবে। নির্বাচন কমিশন অকার্যকর উল্লেখ করে তিনি বলেন, ভোট ডাকাতির নির্বাচন প্রমাণ করলো নির্বাচন কমিশনের মেরুদন্ড নেই।

এর আগে অন্য দুই সিটির মতো এখানেও সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণ শুরুর পর থেকে কেন্দ্র দখল, জাল ভোট দেয়া, এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেয়াসহ নানা অভিযোগ করেন বিএনপি প্রার্থী।

Exit mobile version