Site icon Jamuna Television

নারী টি-২০ বিশ্বকাপ: ফাইনালে আজ মুখোমুখি দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত

নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ (২৬ ফেব্রুয়ারি)। কেপটাউনে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা দেখা যাবে গাজী টিভিতে।

একসময় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠাই অনিশ্চিত ছিল তাদের। ঘরের মাঠে সেই দক্ষিণ আফ্রিকা নারী দলই বড় অঘটন ঘটালো। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে জায়গা করে নিলো বিশ্বকাপের ফাইনালে। এর আগে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ফাইনালিস্ট দুই দলই রয়েছে দারুণ ছন্দে। তবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দল বাজিমাত করতেই আজ মাঠে নামবে।

এএআর/

Exit mobile version