Site icon Jamuna Television

মাথায় গুলি করে আত্মহত্যা করলেন মার্কিন বিলিয়নিয়ার

মার্কিন বিলিয়নিয়ার টমাস লি। ছবি : সংগৃহীত

মার্কিন বিলিয়নিয়ার টমাস লি (৭৮) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ম্যানহাটনে নিজের অফিসে বসে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। খবর নিউইয়র্ক পোস্টের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে অফিসে আসেন টমাস লি। একপর্যায়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে এক সহকারী তাকে খুঁজতে যান। এসময় অফিসের শৌচাগারের মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই সহকারী। পরে জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এসে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

‘লি ইকুইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন টমাস লি। তিনি ২০০৬ সালে প্রতিষ্ঠানটি গড়েন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত টমাস এইচ লি পার্টনার্সের চেয়ারম্যান ও সিইও ছিলেন তিনি। এছাড়াও লিংকন সেন্টার, মিউজিয়াম অব মডার্ন আর্ট, হার্ভার্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডের ট্রাস্টি ছিলেন তিনি।

গত ৪৬ বছরে বিভিন্ন খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেন তিনি। ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, মৃত্যুকালে টমাসের সম্পদের মূল্য ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার। তাকে বেসরকারি ইকুইটি বিনিয়োগ ও লেভারেজড বাইআউটের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।

এএআর/

Exit mobile version