Site icon Jamuna Television

ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

ফাইল ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রেজিস্ট্রার কার্যালয়। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে- সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে মূল অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুমকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়া এই ঘটনায় নতুন করে নাম আসা আরও কয়েকজনের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। পরে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থল দেশরত্ন শেখ হাসিনা হলে যান তারা। তদন্ত কমিটির প্রধান জানান, সত্য উদঘাটনে সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে হল কর্তৃপক্ষের কাছে।

উল্লেখ্য, সিনিয়রদের সঙ্গে বেয়াদবির অজুহাতে গত ১১ ফেব্রুয়ারি প্রথম দফায় নির্যাতন করা হয় প্রথম বর্ষের ওই ছাত্রীকে। পরদিন আবারও নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় গঠিত দুই কমিটি

/এম ই

Exit mobile version