
পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ সঞ্চালিকা মারভিয়া মালিকের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। খবর ডনের।
গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে লাহোরে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিজের বাড়ির নিচের একটি ওষুধের দোকান থেকে ফিরছিলেন মারভিয়া। এ সময় দুজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ভাগ্যের জোরে বেঁচে যান তিনি।
মারভিয়া জানান, বেশ কয়েক দিন ধরেই ফোনে হুমকি পাচ্ছিলেন তিনি। তাই লাহোর ছেড়ে ইসলামাবাদ চলে যান। তবে অস্ত্রপচারের জন্য কয়েকদিন আগে লাহোরে ফিলেছিলেন এই সংবাদ সঞ্চালিকা। এরপরই হামলার ঘটনা ঘটলো। মারভিয়ার দাবি, রূপান্তরকামীদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করার জন্যই এ হামলা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
২০১৮ সালে পাকিস্তানে প্রথম রূপান্তরকামী সংবাদ সঞ্চালিকা হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন মারভিয়া মালিক। মডেলিং দিয়ে শুরু হয় তার যাত্রা। পাকিস্তানের ফ্যাশন ডিজাইন কাউন্সিলের আয়োজিত বার্ষিক ফ্যাশন শোয়ে মারভিয়াই ছিলেন প্রথম রূপান্তরকামী মডেল।
এসজেড/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply