মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এসময় এগিয়ে এলে বাবা ও ভাইকেও কুপিয়ে আহত করে সে। এসময় ঘাতক ছেলে রায়হানকে (২৫) আটক করে গাছের সাথে বেধে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সোমবার ভোর ৪ টার দিকে সিংগাইর ও ধামরাই উপজেলার মধ্যবর্তীস্থান খড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামছুদ্দিন মিন্টু জানান, ওই গ্রামের আব্দুল বাসেদের ছোট ছেলে রায়হান কিছুটা মানসিক ভারসাম্যহীন। একারণে মা-বাবা তাকে সঙ্গে নিয়ে ঘুমাতেন।
প্রতিদিনের মতো রোববার রাতে তারা একই ঘরে ঘুমায়। ভোর ৪ টার দিকে রায়হান হঠাৎ দা দিয়ে তার মা জামেলা বেগমকে (৬০) এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় বাবা আব্দুল বাসেদ (৭০) ও পাশের ঘর থেকে ভাই রতন (৩০) এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে সে। ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় বলেও জানান তিনি।
এদিকে আহত বাবা ও ভাইকে সাভার এনাম ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই থানার এসআই কামাল ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার এবং ঘাতক রায়হানকে আটক করে থানায় নিয়ে যান।

