Site icon Jamuna Television

অর্থের সংকট, ফের পেছালো শ্রীলঙ্কার নির্বাচন

চরম অর্থনৈতিক সংকটে এখনও ডুবে আছে শ্রীলঙ্কা। সংকট এতটাই প্রকট যে, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়েও ক্রমেই বাড়ছে দোলাচল। একাধিকবার পিছিয়ে শেষে স্থির হয়েছিল আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে এবার সে তারিখও পেছালো। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, নির্বাচনের জন্য আগামী ৩ মার্চ ফের নতুন দিন ঘোষণা করা হবে। খবর এনডিটিভির।

নির্বাচন কমিশনের আলোচনা শেষে এ ঘোষণা আসে শুক্রবার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে শ্রীলঙ্কার হাতে বৈদেশিক মুদ্রার মজুদ খুবই সীমিত। এই নির্বাচনের জন্য অস্তত ১ হাজার কোটি রুপি খরচ হবে। এত অর্থ ব্যয়ের জন্য এখনই প্রস্তুত নয় দেশটির আর্থিক খাত। আর এ কারণেই নির্বাচনের দিন বার বার পেছানো হচ্ছে।

শ্রীলঙ্কার ৩৪০টি স্থানীয় কাউন্সিলে নতুন প্রশাসন নিয়োগের জন্যই এই নির্বাচন। এর মেয়াদ চার বছর। তবে অর্থ সংকটের কারণে গত বছরের মার্চ থেকেই পেছাচ্ছে নির্বাচনের তারিখ। সর্বশেষ এ তারিখ নির্ধারিত হয় ৯ মার্চ। তবে তাও এবার পরিবর্তিত হলো।

এসজেড/

Exit mobile version