Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে মাদক কারবারির যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় হেরোইন ব্যবসার দায়ে আব্দুল্লাহ্ আল মামুন নামের এক মাদককারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী আসামীর উপস্থিতিতে ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। ৮ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এটিএম/

Exit mobile version