Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায়

তীব্র তুষারপাতের পর এবার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নদীর পানি প্লাবিত হয়ে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা।

সড়কে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কয়েক ফুট পানির জমেছে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে। শুক্রবার রাজ্যজুড়ে বাতিল হয়েছে তিন শতাধিক ফ্লাইট। বিলম্বিত ৪ হাজারের বেশি। বৈরী আবহাওয়ার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮৫ হাজারের বেশি আবাসিক ও বানিজ্যিক ভবন।

চলতি সপ্তাহজুড়ে বিরূপ এ পরিস্থিতি জারি থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। রোববার তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, নেভেদা, সানফ্রান্সিকো, মিশিগানসহ ২৫টির বেশি রাজ্যে চলছে ভারী তুষারপাত।

এটিএম/

Exit mobile version