Site icon Jamuna Television

ট্রেনের ধাক্কায় নিহত ১

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ের বড়াল ব্রীজ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঙ্গুড়া বড়াল ব্রীজ স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির গায়ে হলুদ গেঞ্জি ও পরনে সাদা চেক লুঙ্গি ছিল বলেও জানান রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে বড়াল ব্রীজের পশ্চিম পাশ থেকে স্টেশনের দিকে পায়ে হেঁটে পার হচ্ছিলেন অজ্ঞাত ঐ ব্যক্তি। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বড়াল ব্র্রীজ পার হওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দিলে ব্রীজ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশের এএসআই উজ্বল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত ঐ ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Exit mobile version