
ইতালিতে নৌকাডুবির ফলে কমপক্ষে ৩৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সমুদ্রের পানিতে ভেসে অন্তত ২৭ জনের মরেদহ তীরে এসে ঠেকে। ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নবজাতক ও বেশ কয়েকজন শিশু রয়েছে। খবর আল আরাবিয়ার।
কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে শতাধিক অভিবাসন প্রত্যাশী ছিলেন। বাকিরা এখনো নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গেছে, নৌকাটির আরোহীরা সবাই ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বৈরী আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসজেড/



Leave a reply