Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে ৬ বছরের শিশুকে দুই কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রাক

ছবি: সংগৃহীত

নাতিকে নিয়ে বাজারে যাচ্ছিলেন দাদা। কিন্তু রাস্তাতেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। একটি ট্রাক নাতিকে টেনে হিঁচড়ে দুই কিলোমিটার নিয়ে যায়। খবর এনডিটিভি’র।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের উত্তরপ্রদেশের মাহোবায়র কানপুর-সাগর হাইওয়েতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

জানা যায়, রোববার সকালে কানপুর-সাগর হাইওয়ে এনএইচ ৮৬ দিয়ে স্কুটারে করে বাজার করতে যাচ্ছিলেন ৬৭ বছরের উদিত নারায়ণ চানসোরিয়া। তার পেছনে বসেছিল ৬ বছরের নাতি সাত্ত্বিক। বাজারে ঢোকার আগ মুহূর্তে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা মারতেই ছিটকে পড়েন চানসোরিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কিন্তু স্কুটারসহ ৬ বছরের নাতি ট্রাকের ডাম্পারের নিচে আটকে যায়। এ সময় স্থানীয়রা ড্রাইভারকে ট্রাক থামানোর কথা বললেও চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সেই অবস্থাতেই শিশুটিকে ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় চালক। এতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় শিশুটির।

/এনএএস

Exit mobile version