Site icon Jamuna Television

ইভিএম কেন্দ্রে রাজশাহীতে লিটন, সিলেটে আরিফ এগিয়ে

এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও আরিফুল হক চৌধুরী

বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতায় তিন সিটি নির্বাচনেও সীমিত সংখ্যক কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)-এ ভোট গ্রহণ হয়েছে। এরমধ্যে রাজশাহীর দুটি ইভিএম কেন্দ্রেই বিপুল ভোটেই এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে, সিলেটে ইভিএম কেন্দ্রের ভোটে বিএনপির প্রাথী আরিফুল হক চৌধুরী।

রাজশাহী নগরীর বিবি হিন্দু একাডেমি স্কুলের নারী ও পুরুষ দুই কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। এতে দুই কেন্দ্র মিলিয়ে নৌকা প্রতীকের লিটন পান ১ হাজার ৪২৪ ভোট পেয়ে। আর বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৪৮৯ ভোট।

অন্যদিকে, সিলেট নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে নারী ও পুরুষ কেন্দ্রে বিএনপির অরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ হজার ৩০৮ ভোট আর নৌকা প্রতীকের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫৬৬ ভোট। যদিও ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে পুনঃনির্বাচনের দাবি করেন আরিফুল হক চৌধুরী।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version