Site icon Jamuna Television

৪১ বছরের ছোট বয়ফ্রেন্ডের সাথে ম্যাডোনার ব্রেকাপ!

অসম প্রেমে জড়িয়েছিলেন মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। মডেল বয়ফ্রেন্ড অ্যান্ড্রুর চেয়ে তিনি ৪১ বছরের বড়। তবে শোনা যাচ্ছে ১ বছরেরও কম সময় ডেট করার পর তারা সম্পর্কের ইতি টানলেন। খবর ডেইলি মেইলের।

জানা গেছে, অ্যান্ড্রুর সাথে খুব ভালো সময় কাটিয়েছেন পপ সম্রাজ্ঞি। কিন্তু তাদের প্রেমের ছিল না কোনো ভালোবাসা অথবা লক্ষ্য। তাই এ বিচ্ছেদে তিনি ভেঙে পড়েননি। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি।

গেল বছরের সেপ্টেম্বরে দুইজনকে নিউয়র্কের একটি পার্টিতে কিস করতে দেখা যায়। এরপর থেকেই তারা খোলাখুলি ডেট করছিলেন।

এর আগেও দুইবার বিয়ে করেছিলেন ম্যাডোনা। প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।

এটিএম/

Exit mobile version