Site icon Jamuna Television

৮ ম্যাচ পর চেলসির বিপক্ষে জয় পেলো টটেনহ্যাম

ছবি: সংগৃহীত

লিগে আট ম্যাচ পর চেলসির বিপক্ষে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে ব্লুজদের ২-০ গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের দল।

২৭ মিনিটে এমিল হয়বিয়ার জোরালো শট পোস্টে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি টটেনহ্যামের। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান দু’দলের ফুটবলাররা। চেলসির হাকিম জিয়াশকে প্রথমে লাল কার্ড দেখালেও পরে ভিএআর দেখে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর অলিভার স্কিপের শটে ডেডলক ভাঙে স্পার্স।

শেষ দিকে হ্যারি কেইন গোলের দেখা পেলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। এ জয়ে ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ক্লাবটি। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ১০ নম্বরে।

এএআর/

Exit mobile version