Site icon Jamuna Television

আজ আবারও হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

জানা গেছে, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্যই বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হবে। এর আগে গত বছর ২৮ আগস্ট তাকে হাসপাতালে নেয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হয়। ৩১ আগস্ট তিনি বাসায় ফেরেন। এরপর ১০ জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং বসানো হয়। তার হার্টের দুইটি ব্লক এখনও রয়ে গেছে।

খালেদা জিয়া হার্ট ও লিভারের সমস্যা ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় রয়েছে বিএনপি চেয়ারপারসনের।

এটিএম/

Exit mobile version