Site icon Jamuna Television

৬ বছর পর শিরোপা জিতলো ম্যানইউ

ছবি : সংগৃহীত

নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে অর্ধযুগের শিরোপা খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৭ সালে ইউরোপা লিগ জয়ের পর এবার লিগ কাপের শিরোপা উচ্ছ্বাস রেড ডেভিলদের।

ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন দারুণ আত্মবিশ্বাস সঙ্গী করে মাঠে নামে নিউক্যাসল। লিভারপুলের কাছে হারের আগে টানা ১৭ ম্যাচ অপরাজিত দলটি। তবে ভুল করেনি শিরোপা খরা কাটাতে মরিয়া ম্যানইউ।

ম্যাচের ৩৩ মিনিটেই লুক শ’র অ্যাসিস্টে দারুণ হেডে দলকে এগিয়ে নেন ক্যাসেমিরো। মিনিট ছয়েকের মাথায় ব্যবধান দ্বিগুণ করে রেড ডেভিলস। রাশফোর্ডের শট ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও তেমন সুযোগ তৈরি করতে পারেনি নিউক্যাসল। শেষ পর্যন্ত জাল অক্ষত রেখেই শিরোপা উচ্ছ্বাসে মাতে এরিক টেন হাগের দল। সেইসাথে সর্বোচ্চ ১৮১ ম্যাচে ‘ক্লিন শিট’ রেখে পিটার স্মাইকেলকে ছাড়িয়ে গেলেন দলটির গোলরক্ষক ডেভিড ডি গেয়া।

এএআর/

Exit mobile version