Site icon Jamuna Television

ট্রলের শিকার হয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন সেলেনা গোমেজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল কোনো নতুন ঘটনা নয়। তারকা থেকে শুরু করে সাধারণ নাগরিক যে কেউ হতে পারেন এর শিকার। আবারও ট্রলের শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিদায় নিলেন পপ তারকা সেলেনা গোমেজ। খবর হিন্দুস্তান টাইমসের।

এ ঘটনার কারণ একটি টিকটক ভিডিও। নিজের টিকটকে একটি ভিডিও পোস্ট করেছিলেন সেলেনা। সেখানে তিনি লেখেন, ভুল করে ভ্রুতে বেশি কারসাজি করে ফেলেছি। এই ভিডিয়ো পোস্ট করার কিছুক্ষণ পরেই টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করেন কাইলি জেনার। সেখানে তিনি বলেন এটাকে ভুল বলে? ব্যাস এরপরই ঝড় ওঠে ইন্টারনেটে। কারও বুঝতে বাকি নেই যে তিনি মূলত সেলেনাকে ট্রল করে কথাটি বলেছেন।

তারপর আরেকটি ভিডিয়ো পোস্ট করে সেলেনা জানান, এই গোটা বিষয়টা ভীষণ বোকা-বোকা। তিনি ৩০ বছর পেরিয়েছেন। এসব করার আর বয়স নেই। সমাজমাধ্যম থেকে যে বিরতি নিচ্ছেন তিনি।

এটিএম/

Exit mobile version