Site icon Jamuna Television

অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি:

অকটেনের সাথে পানি মিশিয়ে জরিমানা গুনলেন পাম্প মালিক। মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অকটেন ট্যাংকিটি বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অকটেনের সাথে পানি মিশিয়ে বিক্রি করায় অকটেনের ট্যাংকিটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, বিএসটিআইর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএইচ/

Exit mobile version