Site icon Jamuna Television

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ রানে গুটিয়ে লজ্জার রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১০ রানে অল আউট হয়ে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়লো ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আইল অব ম্যান। স্পেনের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে লজ্জার এ রেকর্ড গড়ে শহরটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের ২০০৫ ম্যাচের মধ্যেই এটিই সর্বনিম্ন স্কোর।

রোববার ঘরের মাঠে এই কীর্তি গড়েছে তারা। ৮.৪ ওভারে মাত্র ১০ রানে গুটিয়ে যায় যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত ওই স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপের দল আইল অব ম্যান। স্পেন মাত্র ২ বলেই তাদের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দুই বলেই ছয় হাঁকিয়েছেন ওপেনার আওয়াইস। ১১৮ বল হাতে রেখেই ১০ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে স্পেন।

এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অল আউট হয়েছিল তারা। তবে এবার তুরস্ককে হটিতে লজ্জার রেকর্ডটি নিজেদের করে নিলো আই অব ম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশের ম্যাচেও মাত্র ১৫ রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে বিগ ব্যাশের ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে সিডনি থান্ডার অলআউট হয়েছিল ১৫ রানে।

ইউএইচ/

Exit mobile version