Site icon Jamuna Television

সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিহত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন।

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেন (৫৯) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার নবগ্রাম মহল্লার মৃত জেকাত আলীর ছেলে। মোয়াজ্জেম উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। পুলিশের ধারণা, গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মোয়াজ্জেম হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের।

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেনের বড় ছেলে কানাডা প্রবাসী। সোমবার সকাল থেকেই বাবাকে ফোন করেও পাচ্ছিলেন না তিনি। ওই দিন মোয়াজ্জেম হোসেনের স্ত্রী হেনা পারভীন বাড়িতে ছিলেন না। পরে ছেলের কথায় দ্রুত শাহজাদপুর থেকে বাড়িতে ফিরে স্বামীর মরদেহ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

এ নিয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, নিহত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেনের চাকরিও প্রায় শেষের দিকে ছিল। রোববার রাতে বাসায় কেউ ছিলেন না। তবে তার হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা নাকি পারিবারিক কলহ তা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version