Site icon Jamuna Television

নড়াইলে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতি খানম (১১) চর কালনা গ্রামের সিরাজ মুন্সীর মেয়ে। সে চর কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়ায় পূর্ব চর কালনার নির্মাণাধীন রেল প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। রেল প্রকল্পের কাজে নিয়োজিত একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জান্নাতির। এ সময় ট্রাক্টরের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version