Site icon Jamuna Television

নির্বাচন কমিশন সংস্কারের প্রতিবাদে উত্তাল মেক্সিকো সিটি

রোববার মেক্সিকো সিটির যোকালো সেন্ট্রাল স্কয়ার ও তার পার্শ্ববর্তী সব রাস্তা ছিল বিক্ষোভকারীদের দখলে।

নির্বাচন কমিশনের সংস্কারের বিরোধীতায় প্রতিবাদে উত্তাল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীসহ বেশকিছু শহরে বিক্ষোভ করতে রাস্তায় নামেন প্রায় ১০ লাখ মানুষ। খবর রয়টার্সের।

রাজধানীর জোকালো স্কয়ারে জড়ো হন লাখ-লাখ বিক্ষোভকারী। তাদের অভিযোগ- নির্বাচন কমিশনের সংস্কার গণতন্ত্রের ওপর হস্তক্ষেপের সমতুল্য। এটি সুপ্রিম কোর্টের ওপর বাড়তি চাপ। যা, স্রেফ আরেকটি অসাংবিধানিক কার্যক্রম।

এর আগে, গত বুধবার নির্বাচন কমিশনের বাজেট কাটছাটের ব্যাপারে সম্মত হয় মেক্সিকান সিনেট। একইসাথে, জাতীয় নির্বাচনী সংস্থা- আইএনই’র কর্মী ছাঁটাইয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। এখনও পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি বাকি। এরপরই, প্রেসিডেন্টের স্বাক্ষরে প্রস্তাবটি গৃহীত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মেক্সিকোর জাতীয় নির্বাচনে জয়ের পর থেকেই কমিশনের বিরুদ্ধে নানা সমালোচনায় মুখর দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর।

/এসএইচ

Exit mobile version