Site icon Jamuna Television

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদরপুরে বাবার বিরুদ্ধে নিজের দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরইমধ্যে ধর্ষক বাবাকে আটকও করেছে পুলিশ।

আটককৃত বাবার নাম- সাগর ব্যাপারী (৩৫)। সে জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের মৃত খবির বেপারীর ছেলে। আটক সাগর মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে থানায় মামলা করেন শিশুটির নানী। এর আগে দুপুর ৩টার দিকে সদরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ধর্ষিতার নানী মৌখিক ভাবে অভিযোগ দেন নাতনীকে ধর্ষণের। প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শিশুটির বাবাকে আটক করার নির্দেশ দেন ইউএনও কামরুন নাহার।

পারিবারিক সূত্রে জানা গেছে, দশ বছর আগে সাগর সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খাঁর ডাঙ্গী গ্রামে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতো। বিবাহিত জীবনে সাগরের এক কন্যা শিশু ও ৫ বছরের এক ছেলে শিশু রয়েছে। সাগর নিয়মিত কোন আয় না করায় সংসার চালাতে চার মাস আগে শিশুর মা বিদেশ যায় কাজের সন্ধানে। স্ত্রী না থাকায় বাড়িতে মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে এই পাষন্ড।

শিশুটির বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশুটি তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত। রোববার দুপুরে শিশুটি বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেন শিক্ষকরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলেয়া পারভীন শিশুটিকে অসুস্থতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানায়।

এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আসামিকেও আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version