Site icon Jamuna Television

মিরপুরে তোপের মুখে অভিযান বন্ধ করে ফিরে গেলো তিতাস গ্যাস কর্তৃপক্ষ

মিরপুর চিড়িয়াখানার পাশে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তোপের মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি সামাল দিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করেই স্থান ত্যাগ করে অভিযানকারী দল।

মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে অভিযানে যাওয়ার সাথে সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে বেশকিছু লোক। এরপর শুরু হয় বাকবিতন্ডা। আস্তে আস্তে পরিস্থিতি ঘোলাটে হয়।

বাসিন্দাদের দাবি, সেখানে ৩০০ মুক্তিযোদ্ধা পরিবার থাকে। বৈধ গ্যাস সংযোগ পেতে তারা আবেদন করেছে। কিন্তু বৈধ করা হয়নি। তিতাসের লোকজন বিভিন্ন সময় ঘুষ দাবি করে বলেও অভিযোগ করেন তারা। যদিও এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা তিতাসের কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি।

/এমএন

Exit mobile version