Site icon Jamuna Television

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন দলটির বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। রয়টার্সের খবর।

প্যারিসে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন বিশ্বকাপ জয়ী এই কোচ। ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে এসে চুক্তি নবায়নের পর বর্ষসেরা কোচের পুরস্কারটিও জিতে নেন স্কালোনি। কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে পেছনে ফেলে পুরুষ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হন এই আর্জেন্টাইন।

এর আগে, ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন স্কালোনি। ২০১৮ বিশ্বকাপ ব্যর্থতায় আর্জেন্টিনার কোচের চাকরি হারান সাম্পাওলি। এরপর অনভিজ্ঞ স্কালোনিকেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় এএফএ। দায়িত্ব পেয়েই বাজিমাত করেন ৪৪ বছর বয়সী এই কোচ। আর্জেন্টিনাকে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার শিরোপা এনে দেন তিনি। তার অধীনে ৫৭ ম্যাচ খেলে ৩৭টিতেই জিতেছে আর্জেন্টিনা। বাকি ১৫ ম্যাচে ড্র ও ৫ ম্যাচে পরাজয়ের স্বাদ পান স্কালোনি।

আরও পড়ুন: প্রেমের নগরীতে ট্যাঙ্গোর ছন্দ, ফিফা ‘বেস্ট’এ আর্জেন্টাইন রাত

/এম ই

Exit mobile version