Site icon Jamuna Television

চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস, ফের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

দুর্ঘটনাবশত চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল বলে আবারও দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এনার্জি মন্ত্রণালয়ের নতুন তদন্ত রিপোর্টে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর সিএনএনের।

খবরে বলা হয়েছে, আগেও বহুবার এ কথা বলা হয়েছে চীনের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল চীনের বিতর্কিত উহান ল্যাবে গিয়ে তদন্ত করে এসেছে। কিন্তু এখান থেকেই ভাইরাস ছড়িয়েছে কিনা, তা নিয়ে বরাবরই দ্বিধাবিভক্ত বিশেষজ্ঞ মহল।

এতিদন মার্কিন বিশেষজ্ঞরাও এ বিষয়ে কোনো শক্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ২০২১ সালে প্রকাশিত নথিপত্রে স্পষ্ট উল্লেখ ছিল- করোনাভাইরাসের উৎস, কোথা থেকে তা ছড়িয়ে পড়েছে, এ নিয়ে সন্দিহান তদন্তকারীরা। কিন্তু নতুন রিপোর্টে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানা গেছে।

এবারের রিপোর্টটি ৫ পাতারও কম। মার্কিন কংগ্রেসে এ তদন্ত নিয়ে কোনো অনুরোধ করা হয়নি। বরং এত দিন যা জানা গিয়েছিল, কংগ্রেসের আইনপ্রণেতারা নিজেদের উদ্যোগেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছিলেন। তাদের মতে, মহামারির উৎস এবং কীভাবে ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তা জানা দরকার। এ নিয়ে বাইডেন সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তারা।

এএআর/

Exit mobile version