Site icon Jamuna Television

ইরান ইস্যুতে সুর বদল ট্রাম্পের

ইরান ইস্যুতে হঠাৎই সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত ছাড়াই যেকোনো মুহূর্তে তেহরানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছেন বলেন জানান তিনি। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, কোনো ধরণের পূর্বশর্ত ছাড়াই ইরানি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে চান তিনি। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এ বৈঠক গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, এই আলোচনা পুরো বিশ্বের জন্যই কল্যাণ বয়ে আনবে। তাই ইরান আগ্রহী হলে কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের সাথে আলোচনায় বসবে।

গেল সপ্তাহে ইরানকে ‘নজিরবিহীন শিক্ষা’ দেয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর জবাবে ওয়াশিংটনকেও পাল্টা হুঁশিয়ারী দেয় তেহরান।চলতি বছরের মে মাসে ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই উত্তেজনা চলছে দেশ দুটির মধ্যে।

Exit mobile version