Site icon Jamuna Television

ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হয়েছে। পুঁজিবাজারে শেয়ারের ফ্লোর প্রাইস বা বেধে দেয়া সর্বনিন্ম দাম তুলে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি ট্রেকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বলেন, ব্যবসার উদ্দেশ্য নিয়ে আসলেও সবাই লাভবান হয় না। নতুন ট্রেকগুলোকে ব্যবসা বাড়ানোর জন্য উদ্ভাবনী বিনিয়োগ নিয়ে চিন্তা করতে হবে। পুঁজিবাজারের প্রতিটি খাত ভালো থাকলেও সেকেন্ডারি মার্কেটে কিছুটা সমস্যা রয়েছে। যার মূল কারণ গুজব। এটিকে ঠিক করার চেষ্টা চলছে।

বিএসইসির চেয়ারম্যান আরও বলেন, বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগসীমার বাইরে থাকবে। মার্চের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

/এমএন

Exit mobile version