Site icon Jamuna Television

এবার নতুন বিতর্কের মুখে বিসিবি; টিকিটে ইংল্যান্ডের পতাকা বদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের ভুল পতাকা ছাপানো হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। মঙ্গলবার সকাল থেকে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ক্রিকেটভক্তদের হাতে টিকিট পৌঁছাতেই ধরা পড়ে এ ভুল। এতে দেখা যায়, ইংল্যান্ডের পতাকার জায়গায় গ্রেট ব্রিটেনের পতাকা ছাপা হয়েছে।
ছবি: সংগৃহীত
টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি যে পতাকা ছাপানো হয়েছে, সেটি মূলত গ্রেট ব্রিটেনের। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড মিলে হয় গ্রেট ব্রিটেন। ইদানিং টিকিটে এমন ভুল প্রায় করছে বিসিবি। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে যেমন খেলা শুরু সময়ের জায়গায় (দিনের) রাত উল্লেখ করেছিল। কীভাবে এমন ভুল হলো, তা জানতে যোগাযোগ করা হলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ গণমাধ্যমকে জানায়, আমি এই মাত্রই জানতে পেরেছি বিষয়টা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা, খোঁজ নিয়ে দেখছি। সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তাই প্রথম ম্যাচে টিকিটের এই ভুল শুধরানোর সুযোগ মিলছে না বিসিবির। আরআইএম/এমএন/ইউএইচ/
Exit mobile version